শীর্ষ খবর

৬৫ এমপির সবার নমুনা নেগেটিভ : পরীক্ষায় আরও ২৬

৬৫ জন এমপির কারো করোনা শনাক্ত হয়নি। কোভিট-১৯ পরীক্ষা করে সবারই নেভেটিভ এসেছে।

গত শনিবার ২০ এবং রোববার ৪৫ জনের নমুনা নেয়া হয়েছিল। আজ সোমবার আরও ২৬ জনের নমুনা নেয়া হলেও আগামীকাল মঙ্গলবার এর ফলাফল পাওয়া যাবে।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে গত তিন দিন ধরে তাদের নমুনা নেয়া হচ্ছিল। আগামীকাল মঙ্গলবারও তাদের করোনা পরীক্ষা করা হবে।

একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন ১৭০ জন সদস্যকে নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক আগামীকাল ২৩ জুন থেকে আবার শুরু হচ্ছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন।

আরও সংবাদ

Close