আজকের সিলেট
সিলেটে এম.এ হকের জানাজায় নেতাকর্মীদের ঢল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর মানিকপীর টিলা এলাকায় তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
প্রথম জানাযা শেষে এমএ হকের মরদেহ নিয়ে যাওয়া হয় প্রয়াতের গ্রামের বাড়ি বালাগঞ্জে। সেখানে দ্বিতীয় জানাযা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
সিলেটে প্রথম জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এম এ হকের মরদেহ এখন বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কুলুমা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহের দাফন সম্পন্ন করা হবে।