আজকের সিলেট
৫ হাজার ছুঁইছে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের ৮৬ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছে। বিভাগে মোট ৪ হাজার ৯৪৭ জন রোগীকে শনাক্ত করা হয়েছে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৫৭ জন, সুনামগঞ্জ জেলার ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে দুইজনের। এদের একজন সিলেট জেলার। অপরজন মৌলভীবাজারের।
শুক্রবার নতুন করে আরো এক জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২ জুলাই) মৌলভীবাজারে মহসীন রেজভী (৬৫) নামে অবসর প্রাপ্ত এক কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মারা যান।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮২ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৪ জন, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় পাঁচজন রয়েছেন।
বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। এই জেলায় সর্বোচ্চ ২ হাজার ৬৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৩৭ জন, হবিগঞ্জে ৭২২ জন ও মৌলভীবাজারের ৫০৬ জন রয়েছেন।
করোনা আক্রান্ত ২৪০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭১ জন ও মৌলভীবাজারে ১৩ জন।
সিলেট বিভাগে ১ হাজার ৫৮৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪৮১ জন, সুনামগঞ্জের ৫৭৫ জন, হবিগঞ্জের ২৭২ জন ও মৌলভীবাজার জেলার ২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৯৭ জনকে।