শীর্ষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খুলে দেয়ার মতো পরিবেশ হয়নি : গণশিক্ষা সচিব
দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী সেপ্টেম্বর মাসে খোলার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন। এবার কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাব নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলেও জানান তিনি।
২৩ আগস্ট, রবিবার নিজ দপ্তরে গণশিক্ষা সচিব উপস্থিত সাংবাদিকদের এই তথ্য জানান।
এ সময় আকরাম-আল-হোসেন বলেন, ‘শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু গতকাল বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনো কোনো পরিবেশ তৈরি হয়নি। আপনারা নিজেরাও বোঝেন আসলে পরিবেশ তৈরি হয়েছে কি হয়নি।’
প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে এই সচিব বলেন, ‘আমরা বলেছি স্ব স্ব স্কুলগুলো পরীক্ষা নেবে- যদি স্কুল খুলতে পারি। কেন্দ্রীয় পরীক্ষা না নেয়ার জন্য প্রস্তাব আছে। যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে স্ব স্ব স্কুল পরীক্ষা নেবে, তবে সেই অনুমোদন এখনো আসেনি।’
প্রসঙ্গত, করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তা বাড়িয়ে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। তবে এরপরও স্বাভাবিক ক্লাসে ফেরার পরিবেশ হবে কি না, সে নিশ্চয়তা নেই।