আজকের সিলেট
গোয়াইনঘাটে প্রেমের ফাঁদে ফেলে বিধবা নারীকে ধর্ষণ : যুবক আটক

সিলেটের গোয়াইনঘাটে প্রেমের ফাঁদে ফেলে বিধবা মহিলাকে ৬ মাস ধরে ধর্ষণের ঘটনা ঘটেছে। সম্প্রতি ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে অস্বীকৃতি জানায় ওই যুবক। বিষয়টি নিয়ে সালিশ বৈঠকও বসে। কিন্তু এতেও কোন সুরাহা হয়নি। অবশেষে ভিকটিমের অভিযোগ পুলিশ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত যুবকের নাম আবদুল্লাহ মিয়া (৩৫)। সে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের মো. আবদুর রবের ছেলে। আজ শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, একই গ্রামের এক বিধবার সাথে পরকীয়ায় জড়ান আবদুল্লাহ মিয়া। বিধবা ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে ৬ মাস ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন তিনি। এলাকায় বিষয়টি জানাজানি হলে সালিশ বৈঠক বসে। সালিশে উভয় শারীরিক সম্পর্কের কথা স্বীকার করলে ওই নারীকে বিয়ে করতে বলা হয় আবদুল্লাহ মিয়াকে। কিন্তু তাতে রাজি হননি আবদুল্লাহ।
পরে শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেন ওই বিধবা। বিধবার অভিযোগ পেয়ে আবদুল্লাহ মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল আহাদ।





