আজকের সিলেট

গণধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ : লাঠিপেটার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। এসময় তাদের উপর পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
আহতরা হলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ ও এমসি কলেজ ছাত্রদলের নেতা সৈয়দ মিনহাজ। তারা নগরের বেসরকারি একটি হাসপাতালের চিকিৎসা নিয়েছেন।

এই বিষয়ে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান বলেন, ছাত্রলীগ কর্তৃক তরুণীকে ধর্ষণের প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ মিছিল দরগাহ মহল্লা থেকে চৌহাট্টায় এসে শেষ হয়। পরে সেখানে পথসভা করার সময় কোনও কারণ ছাড়াই পুলিশ আমাদের মিছিলে লাঠিপেটা করেছে। তারা আমাদের দিকে বন্দুক তাক করেছে।

তবে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিঞা জানান, চৌহাট্টায় লাঠিপেটা বা এরকম কোনো ঘটনা ঘটেনি।

আরও সংবাদ

Close