আজকের সিলেট

২২ মাসের বকেয়া পরিশোধের দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

শারদীয় দূর্গা উৎসব এর আগে চা-শ্রমিকদের অবিলম্বে ৩০০ টাকা মজুরী বৃদ্ধি ও ২২ মাসের বকেয়া বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন ও ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে লাক্কাতুরা চা-বাগান ও মালনী ছড়া চা-বাগান সহ আরো ২১ টি চা-বাগান।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় লাক্কাতুরা চা-বাগানের মেইন ফটকে লাক্কাতুরা চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি শিতুল লোহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল নায়েকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর কার্যকরী পরিষদ (রেজি নং-বি ৭৭) এর সভাপতি রাজু গোয়ালা।

এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন লাক্কাতুরা চা-বাগানের শ্রমিক নেতা নিরেণ গোয়ালা, লুটন গোয়ালা, বিপন গোয়ালা, মালনী ছড়া চা-বাগনের পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সবর, জয় মাহাত্ম পুর্ম্মি, হৃদেশ মুদি, দিলীপ বাউঁড়ী প্রমুখ।

আরও সংবাদ

Close