শীর্ষ খবর
প্রধানমন্ত্রীও রায়হান হত্যার সুষ্টু বিচার চান : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলছেন, আমার বিশ্বাস রায়হান হত্যায় অভিযুক্ত এসআই আকবর দেশেই আছে।বিদেশে পালিয়ে গেলে ধরে এনে বিচার হবে। প্রধানমন্ত্রীও রায়হান হত্যার সুষ্টু বিচার চান। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ায় রায়হানের বাসায় যান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পরে সাংবাবাদিকদের সঙ্গে ব্রিফিং –এ কথাগুলো বলেন।
মোমেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই রায়াহানের পরিবারে খোঁজ নিতে এসেছি। এ ঘটনার সুষ্ঠু বিচারে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।প্রশাসনও গুরুত্বের সঙ্গে ঘটনাকে তদন্ত করছে।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত হয়েছেন রায়হান আহমদ (৩৪) । পরে রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।