আজকের সিলেট
রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুর রিমাণ্ডে
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান হত্যা মামলায় এবার ছিনতাইর অভিযোগকারী শেখ সাইদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে মামলা তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন-পিবিআই। তাকে ৩ দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর আওলাদ হোসেন ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানী শেষে আদালতের বিচারক সাইদুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালতের জিআরও নেহার দাস।
গত ২৫ অক্টোবর সাইদুরকে সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করে পিবিআই। রায়হান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার না দেখিয়ে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। সাইদুর বর্তমানে কারাগারে রয়েছেন। রোববার তাকে রায়হান হত্যায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পিবিআই।
১১ অক্টোবর রাতে নগরীর কাস্টগড় এলাকায় সাইদুর ছিনতাইর শিকার হন বলে পুলিশের কাছে অভিযোগ করেন।নগরীর মিরের ময়দানের বাসিন্দা শেখ সাইদুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে ওইদিন রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে আসা হয় রায়হানকে।