আজকের সিলেট

সিলেটের ইভটিজার ও চাঁদাবাজদের তালিকা হচ্ছে : পুলিশ কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, সিলেটে ইভটিজার ও চাঁদাবাজদের এলাকাভিত্তিক তালিকা তৈরির কাজ চলছে। এ তালিকা তৈরির কাজ করছে পুলিশের দু’টি উইং। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আজ (রোববার) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান। অনুষ্ঠানে স্থানীয়রা জালালাবাদ থানা এলাকায় চাঁদাবাজি, ইভটিজিং, চুরি ডাকাতি বৃদ্ধির অভিযোগ করেন। এছাড়া থানায় টাকা ছাড়া মামলা না নেওয়ারও অভিযোগ করেন ভূক্তভোগীরা। ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতিমুক্ত পুলিশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার।

এতে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জালালাবাদ থানা পুলিশিং কমিটির সভাপতি ও ৮নং কান্দি গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন,৭নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. হিরণ মিয়া, জালালাবাদ থানার পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ৭নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু, ৮নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক সুদিপ দে, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ নম্পাদক নজনুল ইসলাম নজু, জুনেদ মাস্টার, গিয়াস মেম্বার, ওবায়দুল্লাহ ইসাকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার মুরব্বীগণ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

Close