আন্তর্জাতিকশীর্ষ খবর

করোনায় মারা গেলেন যত জাপানী, এক মাসে তার চেয়ে বেশি আত্মহত্যা!

দেশটিতে আত্মহত্যার প্রবণতা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বহুগুণ বেশি। এর মধ্যে করোনা মহামারীর কারণে সেখানে মানসিকভাবে বিপর্যস্ত মানুষের হারও বেড়ে গেছে। উন্নত দেশগুলোর মধ্যে জাপানই একমাত্র দেশ, যারা নিয়মিত আত্মহত্যার পরিসংখ্যান জানিয়ে থাকে।

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির বরাতে সিএনএন এবং ফক্স নিউজ জানায়, করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু গত অক্টোবর মাসেই সেখানে আত্মহত্যা করেছেন ২ হাজার ১৫৩ জন মানুষ! আর চলতি বছরে মোট ১৭ হাজারের বেশি জাপানি নিজের জীবন নিজেই কেড়ে নিয়েছেন!

দীর্ঘ লকডাউনে পরিবার থেকে দূরে থাকতে থাকতে অনেকেকেই হতাশায় গ্রাস করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সাথে যোগ হচ্ছে অর্থনৈতিক দুশ্চিন্তা। কর্মহীন মানুষের সংখ্যাও বাড়ছে। এছাড়া সামাজিক বিচ্ছিন্নতা, দীর্ঘ সময় কাজ করা, পড়াশুনার চাপের কারণেও অনেক জাপানি আত্মহত্যার দিকে ঝুঁকছেন।

টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের মিচিকো উয়েদা এ প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের সেভাবে লকডাউন জারি করা হয়নি। অন্য দেশের তুলনায় করোনার প্রভাবও এখানে কম পড়েছে… তারপরও আত্মহত্যার পরিমাণ বেড়েছে।’

আরও সংবাদ

Close