আন্তর্জাতিকশীর্ষ খবর

নাইজেরিয়ায় ১১০ জনকে গলা কেটে খুন

নাইজেরিয়ার ধানক্ষেতে কর্মরত আরো অন্তত ৭০ কৃষিশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ২৯ নভেম্বর, রবিবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে জাতিসংঘ এ তথ্য জানায়। আগের দিনই ৪৩ জনের লাশ উদ্ধা করা হয়েছি। এদের সকলকেই হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী বোকো হারামের দিকে অভিযোগের আঙ্গুল উঠেছে।

গত ২৮ নভেম্বর, শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কশোবি জামারমারি নামে একটি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত আরো বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জঙ্গিরা আরো কয়েকজন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে।

স্থানীয়দের বরাতে জাতিসংঘের মানবিক কর্মসূচির সমন্বয়ক এডওয়ার্ড ক্যালোন জানান, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা মোটরসাইকেলে করে ওই এলাকায় হানা দেয়। তারা ক্ষেতে কর্মরত নারী ও পুরুষদের একযোগে হত্যা করে। এসময় অনেক নারীকেও অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

তিনি জানান, এই হামলায় কমপক্ষে ১১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন।

আরও সংবাদ

Close