আজকের সিলেট

ডিসি, ওসিসহ অনেকের সিল জালিয়াতি করতো তারা

সিলেট নগরীর সুরমা মার্কেট থেকে তিন প্রতারক গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৩৮টি ভুয়া সিল উদ্ধার করা হয়।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় কোতোয়ালি থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর সুরমা মার্কেটস্থ আলম নামের এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।

এসময় জেলা প্রশাসক, ওসি, আইনজীবী, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি বেসকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের নামে তৈরী ৩৮টি সীল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- গোলপগঞ্জের পূর্ব মদনগৌরি গ্রামের জমির আলীর ছেলে মুজিবুর রহমান, মোগলাবাজার থানাধীন তোরোকখলা গ্রামের দুদু মিয়ার ছেলে ইসলাম উদ্দিন ও একই থানাধীন তেলিপাড়া সিলাম গ্রামের লালা মিয়ার ছেলে রাসেল মিয়া।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে ধৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা নিশ্চিত করেছেন।

প্রতারকগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের সিল ব্যবহার করে সাধারণ লোকজনের সাথে প্রতারনা করে আসছিল বলে জানা যায়।

আরও সংবাদ

Close