সিলেটের টুকরো খবর
নকল মশলা বিক্রি করতো ‘সান এন্টারপ্রাইজ’
সিলেটের ‘সান এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে তৈরি হয় সকল নকল পণ্য। বিভিন্ন ধরনের সস ও মশলাজাত দ্রব্য নকলভাবে তৈরি করে প্রতিষ্ঠানটি বাজারজাত করে।
এর দায়ে গতকাল রোববার (২০ ডিসেম্বর) ‘সান এন্টারপ্রাইজ’-কে জরিমানা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
র্যাব জানায়, রোববার দুপুরে নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে সান এন্টারপ্রাইজকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের এএসপি এ.কে.এম কামরুজ্জামান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। সহযোগিতায় ছিলো সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ।
র্যাবের এএসপি এ.কে.এম কামরুজ্জামান আজ সোমবার (২১ ডিসেম্বর) বলেন, এ প্রতিষ্ঠান যেসব পণ্য তৈরি সবই নকল। পণ্যের মধ্যে বিভিন্ন জিনিসের সস ও মশলাজাতীয় দ্রব্য রয়েছে বলে জানান এ.কে.এম কামরুজ্জামান।