আজকের সিলেট

বিয়ানীবাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ : আহত ১০

সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরের প্রমথ নাথ দাস রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা ছাত্রলীগের বিবাদমান রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিবাদমান গ্রুপগুলো পৃথক কর্মসূচির আয়োজন করে। ছাত্রলীগের রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপ পৃথক কর্মসূচি উদযাপনের সময় কলেজ রোডে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ফখরুল ইসলাম, মুরাদ আহমদ, আশরাফুল হক রুনু, সালাহ উদ্দিন, জাকারিয়া আহমদ, জাবের আহমদ, মস্তুফা আহমদ, সাইফুদ্দিন হিরা ও আবু সিনা চৌধুরী হিরনসহ অন্তত ১০ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আরও সংবাদ

Close