সারা বাংলা

চুরি হওয়া গরু বিএসএফকে ফিরত দিল বিজিবি : আটক ২

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে চুরি হওয়া ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও এ ঘটনায় জড়িত থাকার অপরাধে দুই বাংলাদেশিকে আটক করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে গরু দুটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করে বিজিবি।

পরে ২৭ ডিসেম্বর, রবিবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

বিজিবি ও সীমান্তবাসী জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুটিচন্দ্রখানার চোত্তাবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪০’র সাব পিলার ৪এস’র কাছে কাঁটাতারের বাইরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী দ্বিতীয় খন্ড সিউটি-২ গ্রামের গোলাম মোস্তফার একটি লাল রং এর গাভীসহ বাছুর চুরি হয়। এ বিষয়ে গোলাম মোস্তফা সেউটি-২ ক্যাম্পের বিএসএফ সদস্যদের জানালে বিএসএফ এ ব্যাপারে বিজিবির সহায়তা চায়।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close