আজকের সিলেট
সিলেটে শনাক্তের চেয়ে সুস্থতার সংখ্যা দ্বিগুন

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৮ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ২১, হবিগঞ্জে দুজন এবং মৌলভীবাজারের ৫ জন।
সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩২ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৬৩৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৫৫ জন, হবিগঞ্জে ১৫৯৭ জন এবং মৌলভীবাজারের ১৭৪১ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৯১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫০৮, হবিগঞ্জে ১ হাজার ৯৫২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে সোমবার পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬২ জন। এরমধ্যে সিলেট জেলার ১৯৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।





