শীর্ষ খবর

আদালত আদেশ দিলে ভোটের ফল বাতিল হতে পারে : ইসি সচিব

ঢাকার দুই সিটি নির্বাচনের গেজেট প্রকাশ হওয়ায় ফল বাতিলের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসি সচিব মো. আলমগীর। তবে আদালত যদি আদেশ দেয় তাহলে বাতিল হতে পারে বলেও জানান তিনি।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। তাই নির্বাচন বাতিলের কোনো সুযোগ নাই। তবে আদালত করতে পারে। তবে কেউ যদি আদালতে যেতে চায় তাহলে তারা যেতে পারে। পরবর্তীতে আদালত যদি কোনো আদেশ দেন নির্বাচন কমিশনকে, সেটা আমরা দেখব।

ইভিএম নিয়ে তিনি বলেন, ইভিএমে প্রকৃত ভোটই পড়েছে। কারণ এখানে অতিরিক্ত ভোট দেয়ার কোনোই সুযোগ নাই। আঙুলের ছাপ ও আইডি কার্ড ছাড়া ভোট দেওয়ার সুযোগ না থাকায় ভোটারকে ফিজিক্যালি যেতে হয়েছে। ভোটার কেন্দ্রে না গেলে ভোট দেয়ার কোনো সুযোগ নাই।

আরও সংবাদ

Close