আজকের সিলেটসুনামগঞ্জ

তাহিরপুরে মাছ খেতে এসে আটক চিতা শাবক

আজকের সিলেট প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে একটি চিতা শাবক আটক করেছে স্থানীয় জেলেরা।

শনিবার দুপুরে উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী চিলাবাজার এলাকা থেকে শাবকটি আটক করে তারা।

স্থানীয়রা জানান, চিলাবাজার এলাকায় একটি মাছের ঘেরে মাছ ধরছিলেন চাষিরা। সে সময় পার্শ্ববর্তী ভারতীয় সীমান্তের বন থেকে একটি চিতা বাঘের বাচ্চা ঘেরের ধারে আসে। চাষিরা দেখতে পেয়ে বাচ্চাটিকে মাছ খেতে দেয়। মাছ খেতে শুরু করলে বাচ্চাটিকে আটক করে তারা।

জানা যায়, সীমান্তবর্তী এলাকাটিতে বেশ কয়েকটি ঘন জঙ্গল রয়েছে। সেখানে বেশকিছু বন‌্য প্রাণি রয়েছে। প্রায়ই তাদের দেখা যায়। তবে চিতা শাবক ধরা পড়ার বিষয়টি স্থানীয়দের মধ‌্যে চাঞ্চল‌্য সঞ্চার করেছে। শাবকটি মূলত খাবারের সন্ধানেই ঘেরে যায় এবং আটক হয়।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মো. মাকসুদুল আলম জানান, দুপুরে স্থানীয় মাছ চাষিরা চিতাবাঘের বাচ্চাটি আটক করে। খবর পেয়ে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর বিজিবি ক্যাম্পের একটি টহলদল দ্রুত সেখানে গিয়ে বাচ্চাটি উদ্ধার করে।

চিতা শাবকটি বনবিভাগের মাধ্যমে মেঘালয় পাহাড়ে অবমুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অধিনায়ক মাকসুদুল আলম।

আরও সংবাদ

Close