আজকের সিলেট

ঢাকা-সিলেট রুটে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা

চাহিদা বেশী থাকায় ঢাকা-সিলেট রুটে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ২৯ মার্চ থেকে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীদের অতিরিক্ত চাহিদা থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের বেসরকারি এই বিমান সংস্থা।

বর্তমানে ঢাকা-সিলেট-ঢাকায় প্রতিদিন ২টি ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা। ২৯ মার্চ থেকে এই রুটে প্রতিদিন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ১টি ফ্লাইট চলাচল করবে। রবিবার (৮ মার্চ) এই তথ্য জানানো হয়।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট, দুপুর ১২টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে ইউএস-বাংলার ফ্লাইট।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন দুপুর ১২টা ৫ মিনিট, ২টা ৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার পথে আসবে এই বিমান সংস্থার উড়োজাহাজ।

ইউএস-বাংলা এয়ারলাইনসে ঢাকা থেকে সিলেটের ন্যূনতম ভাড়া ২৭০০ টাকা (সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ)।

আরও সংবাদ

Close