শীর্ষ খবর
আলো ছড়াচ্ছে চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক
বর্ণিল আলো ছড়াচ্ছে সিলেটের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক। নতুন সাজে সেজেছে সিলেট নগরীর প্রাণকেন্দ্রের ব্যস্ততম এ সড়কটি। রাতের বেলা রং বে রংয়ের আলো নজর কাড়ছে সিলেটবাসীর। রোড ডিভাইডারে মনোমুগ্ধকর কারুকাজ করা গ্রীল, ফুল আর লাইটিং নান্দনিকতার পরিচয় বহন করছে। রোডটিতে এখন মানুষ ভিড় জমাচ্ছেন ছবি তুলতে।
জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ের কাজটি শুরু হয়। প্রকল্পের মধ্যে এসফল্ট দ্বারা রাস্তা উন্নয়ন ৮৬০ মিটার, রাস্তার উভয়পার্শে ফুটপাতসহ ড্রেন ১৬৮০ মিটার, সৌন্দর্য্যবর্ধন কাঠামোরসহ রোড ডিভাইডার ১০৬০ এবং ৬২ টি সড়ক বাতি লাগানো হয়।
আজ শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় নগরীর চৌহাট্টা পয়েন্টে নামফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চৌহাট্টা হতে বন্দরবাজার পর্যন্ত সড়ক সম্প্রসারণ, রোড ডিভাইডার, ফুটপাত নির্মাণ ও সড়কবাতি স্থাপনের কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।