আজকের সিলেট
চায়নিজ রেস্টুরেন্টের ফ্রিজের ভেতর তেলাপোকা : জরিমানা
সিলেট নগরীর দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দুটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
অভিযানে ‘টাইটানিক’ নামের একটি চায়নিজ রেস্টুরেন্টে ফ্রিজের ভেতরে খাবারে তেলাপোকা ও আল মারজান রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বাসি পচা খাবার সংরক্ষণ ও খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাদেরকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে র্যাব-৯, সিলেটের একটি টিম এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধিরা সহায়তা করেন।