আজকের সিলেট

রাত ৯টার আগে নগরীতে চলতে পারবে না ট্রাক

সিলেট নগরীর ভেতর দিয়ে ট্রাক চলাচলে নতুন নিয়ম কার্যকর করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)-এর ট্রাফিক বিভাগ। রবিবার রাত থেকে নতুন নিয়মে ট্রাক চলাচল শুরু হয়েছে।

নতুন সময়সূচী অনুযায়ী কোম্পানীগঞ্জ বাইপাস থেকে রাত ১০টায়, তেমুখী সড়ক থেকে রাত ৯টায় এবং টিলাগড় এলাকা থেকে রাত ৯ টায় ট্রাক চলাচল করবে। এসএমপি’ন উপকমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এসএমপি’র ট্রাফিক বিভাগ এব্যাপারে কঠোর নজরধারী করবে বলে তিনি জানান।

উল্লেখ্যে, নগরীতে একের পর এক প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী আন্দোলনে নামেন। এক মাসে ট্রাক চাপায় তিনজনের মৃত্যু হয়। আন্দোলনকারীরা সড়ক দুর্ঘটনা রোধে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরের ভেতরে দিয়ে ট্রাক চলাচল বন্ধের দাবি জানান। এ দাবিতে নগরীতে মানববন্ধন ও মতবিনিময় সভা ও প্রশাসনের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে। এরপর ট্রাক চলাচলের ব্যাপারে নতুন এ সিদ্ধান্ত এলো।

আরও সংবাদ

Close