আজকের সিলেট
ওসমানী বিমানবন্দরে ৮শ কার্টন বিদেশী সিগারেট জব্দ
আজকের সিলেট প্রতিবেদক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে ৭৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ।
রোববার সকাল ৭টায় আবুধাবি থেকে আসা ফ্লাইট বিজি-২২৪ অবতরণের পর গ্রিন চ্যানেল অতিক্রমের সময় স্ক্যানিংয়ে তিন যাত্রীর লাগেজে সিগারেটের অস্তিত্ব মেলে। পরবর্তীতে তল্লাশি করে এসব সিগারেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের কাস্টমস সুপার আবদুল মোতালেব জানান, আবুধাবি থেকে আসা ওসমান ফারুক (৩৬), মো. রায়হান (২৩) ও মো. মামুনের (৩৪) লাগেজ থেকে এসব সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেটের মধ্যে ‘মন্ড’ ব্রান্ডের আপেল ফ্লেভারের ৪৬৪ কার্টন, স্ট্রবেরি ফ্লেভারের ২৩০ কার্টন এবং ইজি ব্রান্ডের ১০৪ কার্টন সিগারেট রয়েছে।
তিনি জানান, একজন যাত্রী নিজের জন্য এক কার্টন সিগারেট আনতে পারেন। এর বেশি আনলে তা অবৈধ হিসেবে গণ্য করা হয়। তবে কাস্টমস আইন প্রযোজ্য না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিগারেটগুলো জব্দ করে ওই তিন যাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে।