শীর্ষ খবর

মার্চে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়

মার্চে ধেয়ে আসছে ভয়ানক কালবৈশাখী ঝড়-বৃষ্টি। চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। আগামী মাস অর্থাৎ মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আর প্রথম সপ্তাহের পর বা মধ্য মাসের পর বাগড়া দেবে প্রবল কালবৈশাখী ও বজ্রঝড়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এমনটাই আবাস আবহাওয়া অধিদপ্তরের।

দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্রঝড় হতে পারে। আর মার্চ মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন মাঝারি, তীব্র কালবৈশাখী,বজ্রঝড় এবং দেশের অন্যত্র ২ থেকে ৩ দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী বজ্রঝড় হতে পারে।

চলতি মাসের শেষাংশের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলছে, এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। এ ছাড়া দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্রঝড় হতে পারে।

আরও সংবাদ

Close