আজকের সিলেটমৌলভীবাজার

শ্রীমঙ্গলে আগুনে পুড়ে ছাই ধান-চাল, টাকা : সর্বস্বান্ত ৮ পরিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ড আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা নগদ টাকা, ধান, চালসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো সর্বস্বান্ত হয়ে পড়েছে।

গতকাল রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ায় সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ফছির মিয়ার ঘরের কোনায় আগুন জ্বলতে দেয়া যায়। পরে একে একে বাড়ির হারুন মিয়া, মাসুক মিয়া, মাহমুদ মিয়া, আসুক মিয়া, ইদন মিয়া, মুহিবুল হাসান ও আজিজুল মিয়ার ঘরে আগুন ছড়িয়ে পরে।

এলাকার পঞ্জায়েত প্রধান ছুরুক মিয়া জানান, আগুনে ওই আটটি পরিবারের বসতঘরসহ ঘরের ভেতরে থাকা ধান, চাল, ফার্নিচার, টিভি, ফ্রিজ পুড়ে যায়। এতে তাদের ৮/১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক ফছির মিয়া জানান, তিনি ঘরের বাইরে বসে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে তিনি দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। আসবাবপত্রের সাথে ঘরে থাকা তার নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

শ্রীমঙ্গল ফায়ার স্ট্রেশনের ভারপ্রাপ্ত লিডার আব্দুল আহাদ বলেন,‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

আরও সংবাদ

Close