আজকের সিলেট

ফেঞ্চুগঞ্জ রেল স্টেশন চালু হবে কবে?

একসময়ের কোলাহলমুখর ফেঞ্চুগঞ্জ রেল স্টেশন এখন যেন পরিত্যক্ত। শিল্পসমৃদ্ধ ফেঞ্চুগঞ্জ উপজেলায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বন্ধ করে দেয়া হয় রেল চলাচল। এখন কোনো ট্রেনও থামে না এই স্টেশনে। এক সময়ের কোলাহলমুখর ফেঞ্চুগঞ্জ স্টেশনটি এখন অনেকটাই পরিত্যক্ত।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঢাকা থেকে পণ্যের যেকোনো চালান লোকাল ট্রেনে করে ফেঞ্চুগঞ্জ স্টেশন পর্যন্ত বুকিং দিতেন তারা। এতে কম খরচে ফেঞ্চুগঞ্জ স্টেশন থেকে সদরের বাজারে নিয়ে আসা যেত। বর্তমানে অতিরিক্ত পরিবহন ব্যয় দিয়ে ফেঞ্চুগঞ্জ রেল স্টেশনের পার্শ্ববর্তী মাইজগাঁও রেল স্টেশন থেকে বুকিং নিয়ে আসতে হয়। এতে আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন ব্যবসায়ীরা।

সিলেট স্টেশন ম্যানেজার মুহিবুর রহমান জানান, লোকবলের অভাবে স্টেশনের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। এগুলো ঊর্ধ্বতনদের সিদ্ধান্তের ব্যাপার।

আরও সংবাদ

Close