আজকের সিলেট
ছাতক হবে দেশের সবচেয়ে বড় শিল্প ও কর্মচাঞ্চল এলাকা
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, ছাতকে নিটল-নিলয় গ্রুপের শিল্পপার্ক গড়ে উঠলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। ছাতক হবে দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চল ও কর্মচাঞ্চল এলাকা। দেশের উন্নয়নে সরকারী-বেসরকারী সকল শিল্প প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে কাজ করার জন্য তিনি শ্রমিক-কর্মচারীদের প্রতি আহবান জানান।
শুক্রবার সুনামগঞ্জের ছাতকে নিটোল-নিলয় পেপার মিলে রপ্তানিযোগ্য কার্টিজ পেপার মিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে হলে শিল্প প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার পাশাপাশি নতুন শিল্প-কারখানা গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত শিল্প বিপ্লব এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। মনে রাখবেন শিল্প-কারখানা এগিয়ে গেলে বাংলাদেশ থেমে থাকবে না। এর জন্য প্রয়োজন দক্ষ শ্রমিক ও প্রতিষ্ঠানে কর্মরত সকলের আন্তরিক প্রচেষ্টা।
শুক্রবার (১২মার্চ) সকালে নতুন প্রকল্প এক্সপোর্ট কোয়ালিটি কার্টিজ পেপারমিল উদ্বোধন এবং নিটোল-নিলয় টায়ার’র ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসনাত চৌধুরী, বিসিআইসির চেয়ারম্যান এহছানে এলাহী, ছাতক পৌসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সভাপতি আবু তাহের মো. শোয়েব, নিটোল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আবুল আরিব আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কারখানার ম্যানেজার আব্দুল কাইয়ূম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, এএসপি বিল্লাল হোসেন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য শাহীন চৌধুরী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট আমিনুল হক, পৌর কাউন্সিলর লিয়াতক আলী, ইরাজ মিয়া, রশিদ আহমদ খছরু, নাজিমুল হক, শফিকুল হক, ছালেক মিয়া, মহিলা কাউন্সিলর নূরেছা বেগম, সাবেক কাউন্সিলর ধন মিয়া, সামছু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।