আজকের সিলেট

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদিসহ আটক ১

ঈদকে টার্গেট করে দেশে চোরাই পথে আসছে ভারতীয় নানা পণ্য। এরমধ্যে মেহেদীর একটি বড় চালান আটক করেছে পুলিশ। লক্ষাধিক টাকা মূল্যের কবরি মেহেদি অবৈধভাবে চোরাকারবারীদের সহায়তায় জৈন্তাপুর ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট শহরে নিয়ে আসে।

পরে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে ৩ হাজার পিস ভারতীয় মেহেদী জব্দ করে পুলিশ। জব্দকৃত মেহেদির বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এসময় অলিউর রহমান নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে জৈন্তাপুর থানাধীন শ্যামপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। শনিবার (৮ মে) দুপুরে পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এরআগে শুক্রবার (৭ মে) রাত সাড়ে ১১টায় পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় পুলিশ মেহেদি বহন করা একটি লেগুনা (সিলেট ছ-১১-১৯২৮) জব্দ করে।

আরও সংবাদ

Close