আজকের সিলেট
সিলেটে কাল থেকে চলবে বাস-ট্রেন
সিলেট থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্য দূরপাল্লার বাস চলবে আগামীকাল সোমবার। আজ রোববার (২৩ মে) মধ্যরাত থেকে সরকারের সব নির্দেশনা মেনে লঞ্চ, ট্রেন ও বাসসহ সবধরনের গণপরিবহন চলবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হবে। বাসে ওঠার সময় হ্যান্ড স্যানিটাইজিং, মাক্স পরিধান এবং জীবাণুনাশক ছিটানো হবে।
জানা যায়, সরকার লঞ্চ, ট্রেন ও বাসসহ সবধরনের গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছে। সে অনুযায়ী রাত থেকে চালানো যাবে। মধ্যরাতের পর বাসগুলো চালানোর চেষ্টা করা হবে। যদি না চালানো যায় তবে সোমবার সকাল থেকে সব রুটে বাস চলবে।
এর আগে রোববার (২৩ মে) মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধ আরও সাত দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
তবে বিধিনিষেধের মধ্যে আগামীকাল সোমবার (২৪ মে) থেকে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। রোববার (২৩ মে) নতুন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।