আজকের সিলেট

সিলেটে বইলো শীতল হাওয়া : রাতে হতে পারে বৃষ্টি

তীব্র তাপমাত্রায় অতিষ্ট জনজীবন। গত কয়েকদিন ধরে সিলেটে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। আজ সোমবার সিলেটে তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এমন গরমে সিলেটের মানুষকে হাঁসফাঁস করতে হয়েছিল। কিন্তু সোমবার সন্ধ্যা রাত হতে না হতেই সিলেটে বয়ে যাওয়া দমকা হাওয়ায় মানুষের শরীরে যেন এসেছে শীতল পরশ।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট নগরীতে এক দমকা হাওয়া বয়ে যায়। দমকা বাতাসে নগরীর মানুষের মাঝে যেন ফিরে এসেছে স্বস্তি। বিকেলের দিকে বয়ে যাওয়া বাতাসের (গাছপালার ডালের) ভিডিও ধারণ করে নগরীর অনেকে বাসিন্দা ফেসবুকে ইতিমধ্যে পোস্টও করেছেন। মিরাবাজারের বাসিন্দা রাসেল আহমদ ভিডিও দিয়ে ফেসবুকে লিখেন, এমন বাতাসে শরীরে যেন শীতল পরশ নেমে এসেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও সংবাদ

Close