শীর্ষ খবর

সিলেটে ৯ বারের সিরিজ ভূকম্পনের পর আতঙ্কে নগরবাসী

‘কোন সময় জানি বড় বইছাল অই যায়, অও ডরে আছি’। সিরিজ ভূমিকম্পের সিলেটের মানুষদের মধ্যে এখন এই একটাই কথা। আতঙ্ক যেন মানুষের চোখে মুখে। কখন জানি বড় কোন দুর্ঘটনা ঘটে যায়।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৯ বার ভূকম্পনের পর সিলেটের মানুষদের মধ্যে এমন আতঙ্ক বিরাজ করছে।

আজ শনিবার  সকাল ১০টা ৩৭ মিনিটে হয় প্রথম কম্পন। ভূমিকম্পের রিখটার স্কেল ছিল ৩ দশমিক শূন্য। দ্বিতীয় ঝাঁকুনি ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে রিখটার স্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ১। তৃতীয় মৃদু ঝাঁকুনি হয় ১১টা ৪ মিনিটে। চতুর্থ ঝাঁকুনি  ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে ২ দশমিক ৮।

কিছুক্ষণ থেমে ফের ভূমিকম্প শুর হয় দুপুর ২টার পর। ঠিক ২টার দিকে কয়েক মিনিট বিরতী দিয়ে ২ বার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ৬ মিনিটে এবং এর একটু পরে আরো ২ বার ভূকম্পন হয়। চারটিরই উৎপত্তিস্থল সিলেটের আশপাশে। ঢাকা থেকে উত্তর পূর্বে এর অবস্থান।

ডিউকি ফল্টের কারণে সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকা। যে কারণে জৈন্তাপুর সীমান্তের দিকেই এর উৎপত্তিস্থল।

ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মেট্রোলজিস্ট মমিনুল ইসলাম  জানান, ভূ-কম্পনগুলোর উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি। ঢাকা থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ১৯৬ কিলোমিটার উত্তরপূর্বে।

তিনি জানান, শুধু সিলেট জোনে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরও সংবাদ

Close