মৌলভীবাজারশীর্ষ খবর
মৌলভীবাজার থেকে ২১ রোহিঙ্গা শরণার্থী আটক
ভারত থেকে দেশে অনুপ্রবেশকারী ২১ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। মৌলভীবাজার শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আজ শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, রোহিঙ্গরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করে, এরপর সেখান থেকে বাংলাদেশে নিরাপদ আশ্রয়ের আশায় প্রবেশ করে।
তিনি বলেন, “আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। এখন একেকজন একেক কথা বলছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। তাদেরকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
আটককৃতরা হলেন, মো. শাকের (২৭), লায়লা বেগম (২৭), নূর হালিমা (৭), নূর কমিলা (৬), নূর সামিয়া (৪), মো.ছোফায়েদ (২), নাজমুল্লাহ (২২), শানু আরা (২০), নাছিমা (৩), ইউসুফ আলী (২৮), মুস্তাকিম (২১), ইসলাম খাতুন (৪৯), মিনার নাহার (১৭), মোহাম্মদ ইউনুস (৫), রোকেয়া বেগম (১৫), জোয়াবের (২১), মনোয়ারা (২১), মো.উমায়ের (৯), মোহাম্মদ ইয়াহিয়া (২৫), মো.কামাল (২০), সেনোয়ারা আক্তার (১৮)।