আজকের সিলেট

লকডাউনের ১২তম দিনে ১ লাখ টাকা জরিমানা : ১৩৪টি গাড়ি আটক

চলমান কঠোর লকডাউনের ১২তম দিনে (মঙ্গলবার)  সিলেট নগরীতে ১৩৪ যানবাহন আটক ও ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

একই সাথে সরকারি বিধিনিষেধ অমান্য করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়- করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এসএমপির সকল বিভাগ যৌথভাবে নগরীর বিভিন্ন স্থানে ৪৬টি চেকপোস্ট ও সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্র এলাকায় ৯৭টি টহল টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় বিধিনিষেধ অমান্য করার দায়ে ৩৪টি সিএনজিচালিত অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ০৫টি প্রাইভেটকার ও ০৩ টি অন্যান্য যানবাহনে সর্বমোট ৫৪টি মামলা এবং ৬৭টি সিএনজিচালিত অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ০২টি প্রাইভেটকার ও অন্যান্য ৫৩টি যানবাহনসহ মোট ১৩৪টি মোটরযান আটক করা হয়।

একই দিনে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানানো হয়েছে।

আরও সংবাদ

Close