আজকের সিলেট

বিপিএলের দর্শক খরা কাটেনি সিলেটেও

বিপিএল হোক বা অন্য যেকোন খেলাই হোক সিলেটের মাঠ থাকতো কানায় কানায় পূর্ণ। বিগত আসরগুলোতে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মাঠের খেলা শুরুর আগ থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ দৃশ্যমান ছিল। এমনকি খেলা শুরুর আগে থেকেই গ্যালারি থাকতো পরিপূর্ণ। খেলায় তিল ধারণের ঠাই ছিল না।

কিন্তু চলমান বঙ্গবন্ধু বিপিএলে দৃশ্যটা ঠিক উল্টো। আজ বৃহস্পতিবার তৃতীয় ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ২৯তম ম্যাচ। রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালসের ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্টের সিলেট পর্ব। কিন্তু বিপিএলের সপ্তম আসরের সিলেট পর্ব শুরু হলেও দর্শকদের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই। সিলেটে প্রথম ম্যাচে টস হওয়ার পর থেকে ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত গ্যালারির বেশিরভাগ অংশই ছিলো ফাঁকা।

শুধু মাঠেই নয় একই চিত্র দেখা গেছে বিপিএলের টিকিট বিক্রিতে। বুধবার সকালে থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয় টিকিট বিক্রি। টিকিট সংগ্রহ করতে ক্রেতাদের ডাকা হচ্ছে মাইকে। কিন্তু ক্রেতা নেই টিকিট নেয়ার।

আরও সংবাদ

Close