শীর্ষ খবর

সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ ভ্যাকসিন কিনবে বাংলাদেশ

চীনের সিনোফার্ম থেকে আরও ছয় কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনবে বাংলাদেশ। বুধবার (১১ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তবে, অর্থমন্ত্রী ভ্যাকসিনের মূল্য প্রকাশ করেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আগে যে দামে কিনেছি, তার চেয়ে বাড়েনি।’

তিনি আরও বলেন, ‘মোট ১৩ কোটি ৮২ লাখ মানুষকে ভ্যাকসিন দিতে হবে। এতে ২৭ কোটি ৬৪ লাখ ডোজ লাগবে। এখন পর্যন্ত দুই কোটি ৫৫ লাখ কিনেছি।’

এ বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, ‘আজকের অনুমোদিত ভ্যাকসিন নভেম্বর আসতে পারে।’

মূল্য সম্পর্কে তিনি বলেন, ‘সিনোফার্মের সঙ্গে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট রয়েছে। মূল্য প্রকাশ করা যাবে না।’

এর আগে, সিনোফার্ম থেকে ১ দশমিক ৫ কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে সরকার। যার মধ্যে ৭০ লাখ ডোজ বাংলাদেশ পেয়েছে। তবে, চীন থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮১ লাখ ডোজ। যার মধ্যে ১১ লাখ ডোজ উপহার হিসেবে দেওয়া হয়েছে।

কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে, যার ৩০ লাখ বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় আসবে।

উল্লেখ, কোভ্যাক্স সুবিধার আওতায় গতকালই চীনের সিনোফার্ম থেকে ১৭ লাখ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

আরও সংবাদ

Close