খেলাশীর্ষ খবর

টি-টুয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বশেষ অজি সিরিজে খেলেছেন দুর্দান্ত। অজিদের ৪-১ ব্যবধানে হারানোর অন্যতম কারিগর সাকিব। আর তাই সিরিজ সেরাও হয়েছেন তিনি।

অজি সিরিজে দুর্দান্ত খেলার পুরস্কারও পেয়ে গেছেন এ তারকা। উঠেছেন আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন সাকিব। সফরের একমাত্র টেস্টে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও বল হাতে নেন ৫ উইকেট। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটসহ ৩ ম্যাচ সিরিজে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন তিনি। এক ম্যাচে খেলেন অপরাজিত ৯৬ রানের দুর্দান্ত একটি ইনিংস। হন সিরিজ সেরাও। জিম্বাবুয়ে সফরে এমন ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই সাকিব মনোনয়ন পেয়েছিলেন জুলাইয়ের সেরার সংক্ষিপ্ত তালিকায়।

অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পিছনে ফেলে আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সাকিব।

ভোটাভুটির মাধ্যমে সাকিবকে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি। মেয়েদের মধ্যে এ মাসে সেরা ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর। বুধবার সেরার এই তালিকা প্রকাশ করেছে আইসিসি।

ক্রিকেটকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে ফুটবলের মতো ক্রিকেটেও প্রতি মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তারই ধারবাহিকতায় চলতি বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা ক্রিকেটার নির্বাচন করে তারা।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মাস সেরার পুরষ্কার জিতলেন সাকিব। এর আগে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম জিতেছেন এ পুরষ্কার।

আরও সংবাদ

Close