আজকের সিলেটহবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে ইয়াবা নিয়ে কারারক্ষীসহ গ্রেফতার ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক কারারক্ষীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (১৫ আগস্ট) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিলন মিয়া সিলেট জেলার শাহপরান থানার নিপবন আবাসিক এলাকার আবুল কালামের ছেলে এবং হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী। এছাড়া গ্রেফতার অন্য দুজন হলেন- অলিপুর এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া এবং হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের খোরশেদ আলীর ছেলে রুবেল মিয়া। অভিযানকালে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও সংবাদ

Close