সারা বাংলা

অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার হবে। প্রকাশিত রাজাকারদের তালিকা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাচাই-বাছাই করে দেখবে।

রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে নেপালের উপপ্রধানমন্ত্রী উপেন্দ্র যাদব, যুগ্ম সচিব গৌতম ফণিন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব ওয়ালিদ মাহমুদ উপস্থিত ছিলেন।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রবিবার বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেন।

একাত্তরে খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন, সেসব রাজাকার-আলবদর ও আল শামসের তালিকার এটি প্রথম পর্ব।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close