শীর্ষ খবর
জিন্দাবাজারে সড়ক অবরোধ : কাল থেকে বন্ধ সব রেস্টুরেন্ট
কাল থেকে সিলেটের সকল রেস্টুরেন্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধকালে এ ঘোষণা দেন তারা। নগরের পাঁচভাই রেস্টুরেন্ট, পানসি এবং ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা ও দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা।
বিকেল ৫টার দিকে নগরের জিন্দাবাজার পয়েন্টে শুরু হওয়া এই অবরোধ ঘণ্টাব্যাপী চলে। এতে আশেপাশের সড়কগুলোতে যানজট লেগে যায়। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। পরে সন্ধ্যা ৬ টায় সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।
সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশন সভাপতি শান্ত দেব বলেন, অভিযান বন্ধ, সিলগালাকৃত রেস্টুরেন্ট খুলে দেয়া ও আটক কর্মচারীদের মুক্তির দাবিতে বুধবার থেকে সিলেটের সকল রেস্টুরেন্ট বন্ধ থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলতে থাকবে। এছাড়া বুধবার সকালে রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা শহিদ মিনারে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাবে।
এর আগে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব এবং সিলেট রেস্টুরেন্ট মালিক সমিতি ও সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই সভায়ও বুধবার থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি, পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করে ম্যানেজার ও সুপারভাইজারকে আটক করে নিয়ে যাওয়া হয়। এছাড়া পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।