শীর্ষ খবর

রায়হান হত্যা মামলার শুনানী পেছালো

সিলেটে নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার চার্জ শুনানী পিছিয়েছে। পলাতক আসামী সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানের ক্রোকী পরোয়ানা তামিল হয়ে না আসায় রবিবার নির্ধারিত দিনে শুনানী হয়নি।

তবে, মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী জানিয়েছেন, পলাতক আসামীর ক্রোকী পরোয়ানা তামিল হয়ে এলে মামলাটির চার্জ শুনানী করতে তারা প্রস্তুত। তিনি জানান, রবিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএম) আদালতে এ মামলার শুনানী অনুষ্ঠিত হবার কথা ছিল। এ জন্য মামলার আসামীদের যথারীতি হাজির করা হয়। কিন্তু, পলাতক আসামী নোমানের ক্রোকী পরোয়ানা তামিল না হয়ে আসায় মামলাটির শুনানী পিছিয়ে যায়। পরবর্তী তারিখে মামলাটির ক্রোকী পরোয়ানা তামিল হয়ে আসবে বলে আশাবাদী পিপি। পিপি জানান, মামলার প্রধান আসামী এস আই আকবরসহ সকল আসামী মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালেও রাষ্ট্রপক্ষের বিরোধীতার কারণে তা প্রত্যাখ্যাত হয়েছে।

রায়হানের আইনজীবী ব্যারিস্টার এমএ ফজল চৌধুরী জানান, রায়হান হত্যা মামলার অন্যতম আসামী কোম্পানীগঞ্জের সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান ঘটনার পর দেশ ছেড়ে পালিয়ে যায়। পলাতক হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, মালামাল ক্রোকী পরোয়ানা জারি করেন আদালত। রবিবার আদালতে ক্রোকী পরোয়ানা তামিল হয়ে ফেরৎ না আসায় আদালত পুনরায় আরেকটি ধার্য তারিখ নির্ধারণ করেছেন।

আরও সংবাদ

Close