আজকের সিলেট

লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিসিকের অভিযান : সিলগালা ৩

সিলেট নগরীতে অভিযান চালাচ্ছে সিসিকের ভ্রাম্যমান আদালত। বকেয়া হোল্ডিং আদায় ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার করার দায়ে ৩ প্রতিষ্ঠানকে সিলগালা করেছে সিসিকের ভ্রাম্যমান আদালত।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর তেলিহাওর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় হালিমা খিচুরী হাউস, মদিনা পান ভান্ডার ও কুতুবউদ্দিন পান আড়ৎ সিলগালা করা হয়।

অভিযানের নেতৃত্বদেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মতিউর রহমান খান। তিনি বলেন, বকেয়া হোল্ডিং আদায় ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা কারা করছেন তা খতিয়ে দেখছে সিসিক। তালিকা তৈরী করে অভিযানে নামছে সিসিক।

অভিযানটি আমাদের নিয়মিত চলবে।

আরও সংবাদ

Close