শীর্ষ খবরসুনামগঞ্জ

সুনামগঞ্জে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ : সড়ক অবরোধ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে। জেল হাজতের মারধরের ফলে তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের। এ অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা এলাকায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

মারা যাওয়া যুবকের নাম উজির মিয়া (৩৫)। সোমবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান উজির মিয়া। এর পর পরই তার মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেন এলাকাবাসী।

উজির মিয়ার আত্মীয় ছাত্রলীগ কর্মী ইমরান বলেন, ‘আমার ভাইকে চুরি মামলা দিয়ে আটক করে জেল হাজতে নিয়ে নির্মমভাবে মারধর করেছে। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলব না।’

পুলিশের হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ অস্বীকার করে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আসামিকে আটক করা হয়েছিল ৯ ফেব্রুয়ারি। একদিন হাজতে রেখে পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

‘১১ তারিখে তিনি জামিনে মুক্ত হয়ে বাড়ি চলে যান। এরপর কোনো একদিন হয়তো তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু আজকে সকালে নাকি তার মৃত্যু হয়েছে। তবে এখনও বিস্তারিত কিছু বলতে পারছি না। আমরা খোঁজ নিচ্ছি।’

আরও সংবাদ

Close