শীর্ষ খবর
শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার : আটক ঘাতক জাহাজ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ নামের পণ্যবাহী কার্গোর ধাক্কায় আজ রোববার দুপুরে ডুবে যাওয়া এমএল আশরাফউদ্দিন লঞ্চের পাঁচ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী নিখোঁজ আছেন।
রোববার (২০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানজীর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। এরপর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহে মধ্যে এক শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন।
তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি নারায়ণগঞ্জ নৌ পুলিশের এই কর্মকর্তা।
এদিকে, পালিয়ে যাওয়া সিটি গ্রুপের মালিকানাধীন মালবাহী কার্গো জাহাজটিকে মুন্সীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর পরই জাহাজটি নিয়ে পালিয়ে যায় মাস্টার। তারপর জাহাজটিকে মুন্সীগঞ্জের হোসনিবাগ ডকইয়ার্ডে রেখে সবাই পালিয়ে যায়। সেখান থেকেই জাহাজটি আটক করা হয়েছে।