শীর্ষ খবর
টিকিট কালোবাজারি: সহজের কর্মকর্তা আটক
ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ (৩৮) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন।
কমান্ডার খন্দকার মঈন জানান, রেলের টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগে সহজের ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের শিকড়ের খোঁজে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা।
এ দিকে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউলকে বহিষ্কার করেছে সহজ।
গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটি গণসংযোগ কর্মকর্তা ফরহাদ আহমেদ জানান, ‘টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র্যাব হাতে আটক হওয়া মো. রেজাউল করিম (রেজা) সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারি এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।