আজকের সিলেট

সোমবার স্মার্টকার্ড পাবেন সিলেটের নতুন ভোটাররা

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আগামী সোমবার সিলেটের নতুন ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ করবে নির্বাচন অফিস।

 দিবসটি পালনের লক্ষ্যে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানকে সভাপতি করে গঠন করা হয়েছে একটি কমিটি।

শনিবার সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এম এম আসাদুজ্জামান।

তিনি জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। অডিটোরিয়ামে আলোচনাসভার পাশাপাশি নতুন ভোটারদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। নিবন্ধন করা হবে নতুন ভোটার। এছাড়া ভোটার সংক্রান্ত তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে অডিটোরিয়ামে স্থাপন করা হবে একটি বুথ।

আরও সংবাদ

Close