খেলা
আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশক সেরা ওয়ানডে একাদশে স্থান করে নিয়েছেন বাংলাদেশের টাইগার সাকিব আল হাসান। এই তালিকায় সাত দেশ থেকে জায়গায় ১১ জন ক্রিকেটার এই তালিকায় স্থান পেয়েছেন। টুইট এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।
সাবিক ছাড়াও এই দশক সেরা এই ওয়ানডে একাদশে জায়গা ভারতের রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্না। আরো রয়েছেন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স।
উইকেটরক্ষক হিসেবে আছেন ভারতের সাবেক অধিনায়ক এম এস ধোনি। এই একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস।
এদিকে বোলারদের মধ্যে সেরা একাদশে জায়গা পেয়েছেন মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা এবং প্রোটিয়া স্পিনার ইমরান তাহির।
আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ:
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, এমএস ধোনি, বেন স্টোকস, মিশেল স্ট্রাক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির এবং লাসিথ মালিঙ্গা।