আজকের সিলেট
অবশেষে অতিরিক্ত মূল্য রাখার খেসারত দিল সেন্ট্রাল ফার্মেসী
দীর্ঘদিনের অভিযোগ বহুল পরিচিত সেন্ট্রাল ফার্মেসীতে ওষুধের মূল্য বেশি রাখা হয়। নগরীর চৌহাট্টায় অবস্থিত সেন্ট্রাল ফার্মেসি। কিন্তু ক্রেতাদের সরলতা কাজে লাগিয়ে আদায় করেন অতিরিক্ত মূল্য। অবশেষে জরিমানা গুনতে হয়েছে সেন্ট্রাল ফার্মেসিকে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে ঔষধের অতিরিক্ত দাম রাখার দায়ে সেন্ট্রাল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে সঠিক মূল্যে ঔষধ বিক্রির জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত এ অভিযানে সেন্ট্রাল ফার্মেসি ছাড়াও জিন্দাবাজারে গ্যালারিয়া শপিংমল এবং মিলেনিয়ামে বিদেশি পণ্যে আমদানি কারকের স্টিকার না থাকায় ৪ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। অভিযানে সহায়তা করেন র্যাব-৯ এর একটি টিম ও ক্যাব।
এসময় ব্যবসায়ীদের সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয় এবং ন্যায্য মূল্যে পণ্য ক্রয় ও বিক্রয় করার জন্য বল হয়।