শীর্ষ খবরসারা বাংলা

ফের ৭ দিনের রিমাণ্ডে মামুনুল

রাজধানীর মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তারা হেফাজতের এই দুই নেতার ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন।

সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। অপরদিকে রিমান্ডে নেওয়ার বিরোধিতা করে তাদের জামিনের আবেদন জানায় আসামিপক্ষের আইনজীবীরা।

শুনানি শেষে মামুনুল হক ও জুনায়েদ আল হাবিবকে মতিঝিল থানার মামলায় তিন দিন করে আর পল্টন থানার মামলায় চার দিন করে প্রত্যেকে মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মোহাম্মদপুর থানায় দায়ের করা চুরি ও মারধরের মামলায় মামুনুল হক গত ১৯ এপ্রিল থেকে সাত দিনের রিমান্ডে আছেন। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ১৯টি মামলা রয়েছে।

আরও সংবাদ

Close