আজকের সিলেট
আ. ফ. ম কামালের দাফন সম্পন্ন
আজকের সিলেট প্রতিবেদক: অধুনালুপ্ত সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা আ. ফ. ম কামালের দাফন সম্পন্ন হয়েছে।
আজ রোববার বাদ আসর সাড়ে ৫টায় শাহী ঈদগাহে তার জানাজা শেষে নগরীর মানিকপীর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামালের মরদেহ সিলেট সিটি করপোরেশনে আনা হয়। দুপুর আড়াইটায় দিকে সিলেট নগর ভবনে এনে রাখা হয়। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নগরভবনে রাখা হয় মরদেহ। সেখানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন পেশার মানুষ ও নগরভবনের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে সিলেট ডায়বেটিক হাসপাতালে নেওয়া হয় তার মরদেহ। আ. ফ. ম কামাল দীর্ঘদিন ডায়াবেটিস সমিতির সাথে জড়িত ছিলেন। সেখানেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
শনিবার (১৩ জুলাই) রাত দশটার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন আ.ফ.ম কামাল। তিনি অসুস্থ অবস্থায় সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আ.ফ.ম কামাল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আ. ফ. ম. কামাল।